সম্পর্কের গল্প নিয়ে ‘ত্রিভুজ’
অক্টোবর ৭, ২০২৪, ০১:১২ পিএম
ঢাকা শহরে একই সাথে বাস করে তিন শ্রেণির মানুষ। তিন জগতের এই তিন শ্রেণির মানুষের জীবন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তিন শ্রেণিকে করিয়ে দেয় মুখোমুখি। যা দেখা যাবে আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ ওয়েব ফিল্মে। দম্পতির চরিত্রে এতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, সোহেল মণ্ডল-মৌসুমি মৌ এবং ইমতিয়াজ বর্ষণ-ফারিন...