এক চার্জে চলবে ৮০ কিমি, দাম কমল ইলেকট্রিক বাইকের
মার্চ ৯, ২০২৫, ১১:২১ এএম
ভারতের ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওপিজি মোবিলিটি তাদের ফেরাটো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে গ্রাহকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তির ইলেকট্রিক যানবাহন কেনার সুযোগ পাচ্ছেন।এখন বাজারে ফেরাটো ব্র্যান্ডের অধীনে মটোফাস্ট, ফাস্ট এফ ৩ ইলেকট্রিক স্কুটার এবং ডিসরাপ্টর ইলেকট্রিক মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। দাম কমানোর ফলে এই বাইক...