মরুভূমির উট এখন নাসিরের খাটালে
                          মে ২৮, ২০২৫,  ১২:৩৬ পিএম
                          ‘মরুভূমির জাহাজ’ উট এখন যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। বিষয়টি চমকে যাওয়ার মতো হলেও পুটখালিতে এই প্রথম গড়ে উঠেছে উটের খামার।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চমক লাগানো ব্যতিক্রমী এই খামারটি পুটখালি নাসিরের খাটাল নামে পরিচিত। পুটখালী এবং এর আশপাশের এলাকাগুলোর মানুষের মধ্যে উট নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দূর-দূরান্ত থেকে মানুষজন...