প্রিয়াঙ্কা ফিরছেন কৃশ ৪ - এ
এপ্রিল ১৭, ২০২৫, ১১:০৭ পিএম
ঋত্বিক রোশন এবং কৃশ সিরিজের ভক্তদের জন্য এটি এক বড় ঘোষণা—বিশ্বখ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন `কৃশ ৪` সিনেমার অংশ হয়ে উঠেছেন। কৃশ সিরিজের আগের দুটি পর্বে প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা হিসেবে উপস্থিত ছিলেন, আর এখন তিনি এই পর্বেও সানন্দে ফিরতে রাজি হয়েছেন। তার এই ফিরে আসা কৃশ সিরিজের ভক্তদের মধ্যে...