মেসির ছায়ায় মিলানের নতুন অস্ত্র ‘আর্ডন জাশারি’
আগস্ট ৮, ২০২৫, ০৩:০২ এএম
ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাদের মাঝমাঠ পুনর্গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। আর এই পুনর্গঠনের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ সুইস প্রতিভা—আর্ডন জাশারি।
দীর্ঘ দুই মাস ধরে চলা নাটকীয় দলবদল শেষে অবশেষে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিজেদের করে নিয়েছে রোসোনেরিরা।
বেলজিয়ামের ক্লাব ব্রুজের সঙ্গে মিলান চূড়ান্ত করেছে ৪২.৫ মিলিয়ন ডলারের রেকর্ড চুক্তি—যার...