কাবাঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে যেভাবে পরাস্ত করেছিল আবাবিল পাখি
নভেম্বর ১৫, ২০২৪, ০৩:৪৩ পিএম
আনুমানিক ৫২৫ খ্রিষ্টাব্দে লোহিত সাগর, এডেন উপ-সাগর ও আরব সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা ইয়েমেন ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন বাণিজ্যকেন্দ্র। সে সময় ইয়েমেনের শাসক ছিলেন ইহুদি সম্রাট জুনাওয়াস। আর আবিসিনিয়ার (বর্তমানে ইথিওপিয়া) তৎকালীন শাসক ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। অন্যদিকে রোমানরাও খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল।ইতিহাসে উল্লেখ রয়েছে, খ্রিস্টান ধর্মের অনুসারীদের ওপর...