নাইজেরিয়ার ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা নামদি কানুর যাবজ্জীবন সাজা
নভেম্বর ২১, ২০২৫, ১২:৫৭ পিএম
নাইজেরিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা নামদি কানুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। সন্ত্রাসবাদ সম্পৃক্ত সাতটি অভিযোগের মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায়ে বিচারক জেমস অমোতশো বলেন, কৌঁসুলিরা প্রমাণ করেছেন যে কানু তার অনুসারী ‘ইনডিজেনাস পিপল অফ বিয়াফ্রা’ (আইপিওবি) গোষ্ঠীকে দেশটির নিরাপত্তা বাহিনী এবং নাগরিকদের উপর আক্রমণ করতে আদেশ...