‘কোলা ওয়াইন’ কীভাবে কোকা কোলা হলো?
এপ্রিল ১৩, ২০২৫, ০৮:১৪ পিএম
বসন্তের শেষ। গ্রীষ্মের দাবদাহ অবশ্য এখনও শুরু হয়নি। তবে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ফলে হাটে-বাজারে, অফিস-আদালতে কাজে যাওয়া আমজনতার গলদঘর্ম দশা। গরম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেদার বিক্রি হচ্ছে ঠান্ডা পানীয়। সেগুলোর এক একটির জন্মের ইতিহাস চমকে দেওয়ার মতো। প্রতিযোগিতার বাজারে ঠান্ডা পানীয়গুলোর নিজেদের মধ্যে যুদ্ধও কম উত্তেজক নয়।এই...