চোখে চশমা, বর্ণিল পোশাকে শতাধিক বিড়ালের ক্যাট-ওয়াক
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:৫৫ পিএম
ময়মনসিংহে যারা বিড়াল লালন পালন করে তাদেরকে এক ছাতার নিচে আনার জন্য শতাধিক বিড়াল নিয়ে `ক্যাট শো` অনুষ্ঠিত হয়েছে। প্রফেসরস পেট কেয়ার নামে একটি সংগঠন নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করেছে এই ক্যাট শো।শনিবার বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়াল...