কোল্ডপ্লের কনসার্টে দুই সহকর্মীর পরকীয়া ফাঁস
জুলাই ১৮, ২০২৫, ০৬:৪৬ পিএম
কনসার্টে গান বাজবে, বাদ্যের তালে তালে ঝংকার উঠবে তা-ই তো স্বাভাবিক। কিন্তু সেই কনসার্টেই যে অফিসের দুই সহকর্মীর পরকীয়া প্রেম ধরা পড়ে যাবে তাও আবার একেবারে লাইভ ক্যামেরায়, তা হয়তো কল্পনাও করেনি কেউ। কোল্ডপ্লে ব্যান্ডের লাইভ শোয়ে বস্টনের জিলেট স্টেডিয়াম গমগম করছিল। হঠাৎ ‘কিস ক্যাম’ সেগমেন্টে ক্যামেরা জুম করল ঘনিষ্ঠ হয়ে বসা এক দম্পতির...