আলোর মুখ দেখেনি দেশের প্রথম লৌহখনি
এপ্রিল ৭, ২০২৫, ০৪:৪২ পিএম
৬ দশকেও আলোর মুখ দেখেনি দেশের প্রথম লৌহখনি। যেটি ৬০ বছর আগে আবিষ্কৃত হয় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ভেলামারি পাথারে। ১৯৬৪ সালে এই লোহার খনির অস্তিত্ব নিশ্চিত করে তৎকালিন পাকিস্তান খনিজ সম্পদ বিভাগ।১৯৯৯ সালে পুনরায় খনন শুরু করেছিল জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)। সুদীর্ঘ ৬০ বছর আগে এই...