ছাতিমের সুবাসে হেমন্তের হাওয়া
নভেম্বর ৬, ২০২৪, ১১:৫১ এএম
চারদিকে হেমন্তের হাওয়া। সবুজ পাতার মাঝে মধু আহরণে প্রজাপতি ও মৌমাছিদের উড়াউড়ি। যেন বিশেষ কোন ফুলের ঘ্রাণে মাতোয়ারা পতঙ্গের দল। তবে সেই সুবাসে যে শুধু এই পতঙ্গ বাহিনী নিজেদের চাহিদা মেটাচ্ছে, এমনটা নয়। এই তীব্র সুঘ্রাণে বিমোহিত পথচারী, এলাকাবাসীসহ পুরো নগরী।বলছিলাম শীত মৌসুমের প্রথম শীতল হাওয়ার সাথে ফোটা, চোখ জুড়ানো...