জহিরনামা ভাগ্যকুল জমিদার বাড়িতে
জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:১৮ পিএম
একজন ভবঘুরে। বড়লোক বাবার ছেলে। নাম জহির ফকির, পুরা নাম জহুরুল ইসলাম ফকির। ফকির তাদের বংশগত উপাধি, এই ফকির ভিক্ষা করে না অবশ্য। জহির ফকিরের দাদা মফিজ ফকির একটু ধার্মিক ছিলেন।অনেকে দোয়া চাইতে আসত। তিনি দোয়া করে দিতেন। কাকতালীয়ভাবে তার দোয়া কবুল হয়ে যেত। ধার্মিক পরিবারের ছেলে হলেও জহির ফকির...