বাবা জসিম ও ভাই রাতুলের প্রতি রাহুল ও সামির আবেগঘন বার্তা
জুলাই ২৮, ২০২৫, ১০:০৫ পিএম
প্রয়াত চিত্রনায়ক বাবা জসিমের কোলে ছোট্ট রাতুল। আবেগভরা এই ছবিটিই আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জসিমের কনিষ্ঠপুত্র এ কে রাহুল। ছবির সঙ্গে দুটি মাত্র শব্দ- ‘একসাথে থাকো’। কিন্তু সেই সংক্ষিপ্ত লেখাতেই যেন ছড়িয়ে আছে হাজারো না বলতে না পারা কথা।
গতকাল বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান...