‘খাদান’ নিয়ে জিতের বিশেষ বার্তা সুপারস্টার দেবকে টিপসও দিলেন ‘বস’
ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:৩৭ পিএম
তাঁরা দু’জনই ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধে নাম কামিয়েছেন। তাঁরা টলি পাড়ার দুই সুপারস্টার। প্রথম দিকে ‘পাগলু’ আর ‘শত্রু’র বক্স অফিসে যুদ্ধ লাগলেও বাস্তবে জিৎ আর দেব একেবারেই কাছের মানুষ। ফিল্ম পার্টি হোক বা প্রিমিয়ার শো, দু’জনের দেখা হলেই জমে আড্ডা।নতুন গল্প হলো বক্স অফিসের লড়াই ভুলে, তারকাসুলভ ইগো একপাশে রেখে...