সালমানের নারী লিপ্সার কাহিনী ব্যবসায়ীর সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন বুজুর্গ ‘দরবেশ’
আগস্ট ২১, ২০২৪, ০৯:৫৩ পিএম
ঢাকা: সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিন। তাকে দেখেই লোলুপ লিপ্সায় মাতেন নিরীহ, খোদাভক্ত বুজুর্গ ‘দরবেশ’ খ্যাত সালমান এফ রহমান। ছলে-বলে কলে-কৌশলে তাকে টেনে নেন নিজের কব্জায়।আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়ভাজন। এর মধ্যদিয়ে হাঁটু অব্দি দীর্ঘ পাঞ্জাবী-পায়জামা পরা শুভ্র শ্মশ্রুমতির ভেতরের রূপ ধরা পড়ে ব্যবসায়ী-রাজনীতিক সালমানের। বাইরে...