বিয়ের সাজে ভাইরাল ট্রেন্ড ‘পোস্ট ইউ অ্যাজ অ্যা ব্রাইড’
আগস্ট ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম
বিয়ে করেছেন কি করেননি, সেটা বড় কথা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল এক ট্রেন্ড: ‘পোস্ট ইউ অ্যাজ অ্যা ব্রাইড’। নতুন এই টেমপ্লেট ঘিরে হাসি-মজা, আবেগ আর আক্ষেপে সরগরম হয়ে উঠেছে নিউজ ফিড। ইন্সটাগ্রাম ও টিকটক থেকে ছড়িয়ে পড়া এই ট্রেন্ড এখন ভাইরাল ফেসবুকেও।
নির্দেশনাটা এমন, ‘ডোন্ট স্কিপ, পোস্ট ইউ অ্যাজ অ্যা ব্রাইড’। মানে আপনি...