শহরের ঘুম কি আদৌ ভাঙবে!
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১২:১৮ পিএম
রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তার মধ্যে বড়লোকসুলভ কোনো আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার কোম্পানি দেখাশুনা করছে।একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে।...