ভাগ্য এবং রিজিক সবসময় একরকম থাকে না : হৃদয়
সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৫৪ এএম
ফর্মে যে তাওহিদ হৃদয় একেবারেই নেই, তা নয়। কিন্তু টি-টোয়েন্টিসুলভ যে ইনিংস দরকার, সেটা তিনি খেলতে পারছিলেন না অনেক দিন ধরে। দুবাইয়ে গত রাতে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে করলেন বিস্ফোরক ফিফটি। ম্যাচ শেষে হৃদয় জানিয়েছেন, আপ্রাণ চেষ্টা করলেও ভাগ্য এবং রিজিক সবসময় পক্ষে থাকে না।
দুবাইয়ে গত রাতে সুপার ফোরে শ্রীলঙ্কার...