চট্টগ্রাম বন্দরে কনটেইনারে পাওয়া গেল তেজষ্ক্রিয়তা
আগস্ট ১০, ২০২৫, ১২:৫০ পিএম
ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কনটেইনারে তেজষ্ক্রিয়তার সংকেত পাওয়া গেছে। ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম’ এর মাধ্যমে তেজষ্ক্রিয়তা শনাক্ত হবার পর কাস্টম কর্তৃপক্ষ কনটেইনারটির খালাস স্থগিত করেছে এবং সেটি আলাদা করে রাখা হয়েছে।
কনটেইনারটিতে ছিল স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরা, যেখানে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় তিনটি রেডিওনিউক্লাইড আইসোটোপ শনাক্ত হয়েছে-থোরিয়াম...