৬২তম মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন ভিয়েতনামের হুইন থি থান থুই
নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৫১ এএম
ভিয়েতনামের ২২ বছর বয়সী হুইন থি থান থুই মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত ৬২তম মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় ৭০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি বিজয় মুকুট অর্জন করেন। ভেনেজুয়েলার মিস ইন্টারন্যাশনাল ২০২৩ আন্দ্রেয়া রুবিও তাকে মুকুট পরিয়ে দেন।বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে থান থুই বলেন, “আমি ভিয়েতনামের প্রথম...