জার্মানিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্বাসিত কবি ও সাংবাদিক দাউদ হায়দার
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:০১ পিএম
জার্মানির রাজধানী বার্লিনের নয়াকোলনের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশের কবি ও সাংবাদিক দাউদ হায়দার। তাঁর অবস্থা অত্যান্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ভিভানটেস হাসপাতালের প্রধান শল্য চিকিৎসক ড. গুইলু কাটালডেগিরমেন। তিনি বলেন, গেল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর কবিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থার বেগতিক দেখে তাঁকে সাথে সাথে হাসপাতালের জরুরী...