৭ বছরের প্রাগনিকার বিশ্ব জয়
এপ্রিল ৩, ২০২৫, ১০:১৮ এএম
বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে ভারতের প্রাগানিকা। প্রতিযোগিতায় ৯ রাউন্ডের সব কয়টিতে জিতেছে ৭ বছর বয়সী এই বালিকা।প্রাগনিকার বাবা রামনাদ বলেছেন, ‘বোন বরেণ্যাকে দেখেই দাবা খেলতে উৎসাহী হয় প্রাগনিকা। বরেণ্যা এরইমধ্যে গুজরাটের দাবায় বেশ সুনাম করেছে। কোভিডের সময় বোনকে বিভিন্ন জায়গায় খেলতে দেখেছে প্রাগনিকা। সেখান থেকেই দাবার...