‘কষ্ট করে কিছু পেলে তার মূল্য অনেক থাকে’
এপ্রিল ১২, ২০২৫, ০৩:০২ পিএম
আয়রে আয় চাঁদ মামা/চিমটি দিয়ে যা রে/ কে ভালো কে রে মন্দ/আমি চিনি না রে- চাঁদ রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে রীতিমতো ভাইরাল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার এ গান। যে গানের দৃশ্যে ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবং ওপার বাংলার গ্ল্যামারগার্ল নুসরাত জাহানের রসায়নে উষ্ণতার রেশ ছড়িয়ে পড়েছে...