শুভ জন্মদিন নচিকেতা
সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪১ পিএম
বাংলা গানে একেবারে ভিন্ন এক ধারা জনপ্রিয় করে তুলেছেন তিনি। তার গানে উঠে এসেছে প্রেম-ভালোবাসার অচেনা কোণ, ধরা দিয়েছে জীবনের নানা মোড়, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি। গতানুগতিক গানে যখন চারদিক সয়লাব, তখনো তিনি নিজের পথে হেঁটেছেন। যার ফলাফল; শ্রোতাদের কাছে অসামান্য ভালোবাসা। তিনি নচিকেতা চক্রবর্তী। ভারতের পশ্চিমবঙ্গের এই শিল্পী...