নামজারির দুর্ভোগ চরমে, আরএস হলে ভোগান্তি ‘সীমাহীন’
অক্টোবর ২৮, ২০২৫, ০৬:২১ এএম
ভুমির মিউটেশন বা নামজারি অথবা খারিজ যেটিই বলা হোক তার প্রক্রিয়া এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা সরকারি নিয়মে। অথচ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. মিজান ভূমি অফিসে ঘুরছেন চার মাসের বেশি সময় ধরে। কাজ এখনও শেষ হলো না। কবে শেষ হবে তাও বলতে পারছেন না।
আনোয়ারার এই বাসিন্দা বলেন, ‘আমার বাপ-দাদার...