মোগল আমলের নিদাড়িয়া মসজিদ, দেখতে আসেন দূর-দূরান্তের মানুষ
মার্চ ২৮, ২০২৫, ০৯:২২ পিএম
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে তিন শতাব্দীকালের প্রাচীন নিদাড়িয়া মসজিদ অবস্থিত।মসজিদের দেয়ালে স্থাপিত শিলালিপি অনুযায়ী ১১৭৬ হিজরি সনে মোগল সুবেদার মাসুদ খাঁ ও তার পুত্র মনসুর খাঁর তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। এর নির্মাণ সামগ্রী ও স্থাপত্যরীতি মোগল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। এক কক্ষবিশিষ্ট নিদাড়িয়া মসজিদের দৈর্ঘ্য...