তামাকমুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র বাস্তবায়ন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:১৮ পিএম
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত করার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাকে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিঠির প্রেক্ষিতে...