সাদার পরিবর্তে হঠৎ কালো ডিম দিলো পাতিহাঁস!
ডিসেম্বর ১৫, ২০২৪, ০৭:৫১ পিএম
অনেক ক্ষেত্রেই আমাদের চারপাশে বা দূরে এমন সব ঘটনা ঘটে যার থেকে জন্ম হয় বিরল ও ব্যতিক্রমী ঘটনাপ্রবাহ। রহস্যঘেরা এমন ঘটনা সচারাচার ঘটতে দেখা যায় না বলে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় ও সীমাহীন আগ্রহ।সম্প্রতি কালো ডিম এরই একটি জ্বলন্ত উদাহরণ। যা শুধু ঘটনাস্থলেই নয় আসপাশের এলাকা তথা সারাদেশেই প্রভাব পড়ে।...