অল্প খরচে বেশি লাভ, পানিফল চাষে সফল কৃষকরা
নভেম্বর ৮, ২০২৫, ০১:৩৪ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে পতিত জলমগ্ন জমিতে পানিফল চাষ করে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন। নদী বেষ্টিত এই উপজেলায় কম-বেশি প্রায় সব এলাকায় পানিফল চাষ হয়। অধিক চাষের কারণে প্রতিদিন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে পানিফলের হাট বসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে এসে পানিফল ক্রয় করেন। হাটের ইজারাদারের দাবি, প্রতিদিন ৮–১০ টন...