শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক পিআরও মো. আবুল খায়ের দীপু মনির ভাইকে নিয়ে গড়ে তোলেন লুটপাটের সাম্র্রাজ্য
সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:০৪ এএম
*দুর্নীতি, অনিয়ম আর অপকর্মের ফিরিস্তি অনেক লম্বা*সরকারের কোটি টাকায় বাবার নামে করেছেন কলেজ, স্ত্রীকে দিয়েছেন চাকরিশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতাধর-দাপুটে কর্মকর্তা ছিলেন আবুল খায়ের। এখন মন্ত্রণালয়ে না থাকলেও রয়ে গেছে তার দুর্নীতি, অনিয়ম আর অপকর্মের লম্বা ফিরিস্তি। আলোচনায় রয়েছে, প্রভাব খাটিয়ে ঊর্ধ্বতন-অধঃস্তনদের ওপর খবরদারি। থেকে গেছে তার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে তোলা...