পরিবারকে সময় দেওয়ার শর্তে মিলবে পিতৃত্বকালীন ছুটি
আগস্ট ১৮, ২০২৫, ০৫:৪৭ পিএম
‘পিতৃত্বকালীন ছুটির কথা আসছে। আমি জানি না, এটাতে মায়েরা রাজি হবেন কি না। কতজন বাবা ছুটি নিয়ে পরিবারে গিয়ে সময় দেবেন? নাকি এমন হবে, ছুটি নিয়ে বাসায় থাকলে মায়ের আরও চাপ বাড়বে? আমি এভাবে ছুটি দেওয়ার পক্ষে না।’ তবে যদি নিশ্চিত করা যায় তারা পরিবারে সময় দেবেন, বাচ্চার কেয়ার করবেন,...