ধামইরহাটে ৪০ পিরের মাজার
নভেম্বর ১৮, ২০২৪, ০১:৪১ এএম
৪০ পিরের মাজার রয়েছে নওগাঁর ধামইরহাটে। হজরত আলী শাহ (রহ.) ১৮০০ শতাব্দীর গোড়ার দিকে সুদূর ইরানের ইস্পাহান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ধামইরহাটের চকউমর গ্রামে ৪০ জন বুজুর্গ সঙ্গীসহ খানকা স্থাপন করেন। পরে পাশের যোথশ্রীরাম মৌজার বর্তমান ফার্সিপাড়ায় মক্তব স্থাপন করে এলাকায় ইসলাম প্রচারসহ জনগণকে উর্দু, আরবি, ফার্সি শিক্ষাদান শুরু করেন।...