তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’
জানুয়ারি ৭, ২০২৫, ০২:১৭ পিএম
ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দু’দিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে...