ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, সেক্রেটারী আবীর আলমগীর
সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:৫৩ পিএম
ফোবানা, ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকার এর ইতিহাসে এবারই প্রথম কনভেনশনের তিনদিন আগে নির্বাচন সম্পন্ন হল। পুরোমাত্রার ইলেকট্রোনিক্স ডিজিটাল সিস্টেমে ২৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হল।এবারের ২০২৪-২০২৫ সালের ফেবানার নির্বাহী চেয়ারম্যান হলেন গত দুই বারের সফল ভাইস চেয়ারম্যান দক্ষ সংগঠক মাসুদ রব চৌধুরী। এক্জিকিউটিভ সেক্রেটারী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত...