বিমানের ট্রাফিক বিভাগ বদলি ও পদায়নে স্বেচ্ছাচারিতা
নভেম্বর ১২, ২০২৪, ১১:৩২ পিএম
*শাহজাহান, শামীমা, ইউসুফকে রিয়াদ ও কানাডায় পদায়নের পাঁয়তারা*মানব পাচারকারি হিসেবে ইউসুফ জেল খেটেছেন ৪ বছরবিমানের ট্রাফিক বিভাগে বদলি, পদায়ন নিয়ে ফের স্বেচ্ছাচিরতা শুরু হয়েছে। চিন্তা-ভাবনা না করে যোগ্যদের পাশ কাটিয়ে তদবিরবাজদের বদলি ও পদায়নের ধুম পড়েছে। তদবিরের শীর্ষে রয়েছেন শাহজাহান-শামীমা দম্পতি এবং জুনিয়র ট্রাফিক অফিসার ইউসুফ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা তিনজনই...