লোকালয়ে দলছুট রেসাস বানর দেখতে উৎসুক মানুষের ভিড়
জানুয়ারি ২৪, ২০২৫, ১০:৫৪ পিএম
নাটোরের নলডাঙ্গার বিভিন্ন গ্ৰামে ঘুরে বেড়াচ্ছে দলছুট বানর। নলডাঙ্গায় হঠাৎ একটি বানরের আগমন ঘটেছে। ক’দিন থেকে নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বিচরণ করছে বানরটি। স্থানীয় লোকজন বানরটিকে দেখতে ভিড় করছেন। তবে বানরটি এখনও পর্যন্ত কারো কোন ধরনের ক্ষতি করেনি। অস্থির এ প্রাণীটি গ্রামের ভেতর ছুটে বেড়াচ্ছে। কখনও ছাদে, গাছের ডালে, কখনও বাঁশের...