গিনেস ওয়ার্ল্ড ২৬০০ লিটার বুকের দুধ দান করে রেকর্ড গড়লেন মার্কিন নারী
নভেম্বর ১১, ২০২৪, ০৪:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বাসিন্দা বুকের দুধ দান করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ২ হাজার ৬৪৫ লিটারের বেশি দুধ দানের মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন নিজের পূর্বের রেকর্ড। সংবাদমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, লিসা ওগলেট্রির সমান বুকের দুধ পৃথিবীর আর কেউ দান করেননি। এখন পর্যন্ত তিনি...