পদ্মায় জেলের ভেসাল জালে ১১ কেজির বিশাল বোয়াল
জুলাই ১, ২০২৫, ০১:২৫ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় রামা হালদার নামে একজন জেলের ভেসাল জালে ১১ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন তিনি।
জানা যায়, বাহাদুরপুর গ্রামের জেলে রামা হালদার ভেসাল জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরেন। গতকাল রাতে পদ্মা নদীতে...