১২৫ কোটির নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গাঙ্গুলি
এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৭ পিএম
যেখানে পা রাখেন, সেখানেই খেলা ঘুরে যায়। ২২ গজের গডফাদার সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নামছেন টেলিভিশনের পিচে, একেবারে ডাবল ধামাকা নিয়ে।
‘দাদাগিরি’র পর এবার স্টার জলসায় ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবেও দেখা যাবে দাদাকে—আর এই দুই শো মিলিয়ে তার সঙ্গে হয়েছে প্রায় ১২৫ কোটি টাকার এক বিশাল ও ইতিহাস-গড়া চুক্তি! প্রিন্স অফ কলকাতার...