কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ‘নোংরা’ মোজা?
আগস্ট ১, ২০২৫, ১১:২৯ পিএম
কোনো তারকা যখন কিংবদন্তি হয়ে যান তখন তার রেখে যাওয়া ছোট ছোট জিনিসও হয়ে ওঠে গহনার চেয়ে দামি। আর সেই তারকা যদি হন পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তাহলে তো কথাই নেই! এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একজোড়া পুরোনো, খানিকটা ‘নোংরা’ মোজা, সম্প্রতি যা বিক্রি হয় মোটা অঙ্কের বিনিময়ে।
১৯৯৭ সালের এক কনসার্টে...