পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক
জানুয়ারি ৩০, ২০২৫, ১০:০৭ এএম
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক সিনেমা `মাইকেল` মুক্তির তারিখ ছিল ২০২৫ সালের ১৮ এপ্রিল। এবার এই তারিখ বদলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী `মাইকেল` বায়োপিক আসবে ২০২৫ সালের ৩ অক্টোবর। প্রায় ৬ মাস এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে গেছে।ছবিটিতে মাইকেল জ্যাকসন চরিত্রে অভিনয় করেছেন জাফার জ্যাকসন, যিনি মাইকেলের আপন ভাগ্নে। এছাড়া...