আলুটিলায় দর্শনার্থীদের মন মজাইল মাছেং নাটক
জানুয়ারি ১১, ২০২৫, ০৮:২৪ পিএম
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে মারমা জাতির ঐতিহ্যবাহী `মাছেং` নাটক প্রথম শো প্রদর্শিত হয়েছে। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উদ্যোগে `মাছেং` নাটকটি আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রথম বারের মতো নান্দনিক ‘অ্যাম্পিথিয়েটারে মঞ্চায়িত হয়েছে।চাঁদপুর থেকে আসা এক গ্রুপ পর্যটক দল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা তাদের...