১৫ লাখ বছর আগে মানব প্রজাতির সহাবস্থানের প্রমাণ মিলল পদচিহ্নে
নভেম্বর ৩০, ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রায় ১৫ লাখ বছর আগে কেনিয়ার লেক তুরকানের কাছের একটি অঞ্চল জীববৈচিত্র্যে পরিপূর্ণ ছিল। এসময় ‘হোমিনিন’ নামের দুই প্রজাতি একই সঙ্গে বিচরণ করছিল। প্রাচীন এই হ্রদের তীরে একই সময়ে তৈরি হওয়া দুটি আলাদা হোমিনিন প্রজাতির পদচিহ্নের জীবাশ্মগুলো পরীক্ষা–নিরীক্ষা করে এই তথ্য জানতে পারেন বিজ্ঞানীরা।মানব বিবর্তন এবং প্রজাতিগুলো টিকে থাকতে কীভাবে...