‘একটা সময় ছিল আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি’
অক্টোবর ১১, ২০২৫, ০৬:১০ পিএম
চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস আক্রমণের নতুন কাণ্ডারি মারুফা আক্তার শুধু তার গতি আর সুইং দিয়েই নজর কাড়ছেন না, তার সংগ্রামের গল্পও আজ বহু উঠতি ক্রিকেটারের প্রেরণা।
লাসিথ মালিঙ্গা থেকে নাসের হোসেনের মতো কিংবদন্তিরাও তার খেলায় মুগ্ধ। তবে বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার এই পথটা মারুফার জন্য মোটেও মসৃণ ছিল...