কী আছে নীতা আম্বানির ১০০ কোটির গাড়িতে?
আগস্ট ১৬, ২০২৫, ০৩:৫৮ পিএম
ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির চেয়ে বোধহয় তার স্ত্রী নিতা আম্বানিকেই মানুষ বেশি চেনেন। তার বিলাসবহুল জীবনযাপন, দামি কাপড় থেকে শুরু করে গয়না, ব্যাগ। এমনকি তার খাবার পানির দাম নিয়েও চর্চায় থাকেন। নীতা আম্বানির ব্যবহৃত সবকিছুই দামি, যা সাধারণ মানুষের নাগালের বহুগুণ বাইরে।
সম্প্রতি চর্চায় এসেছে নীতা আম্বানির ব্যবহৃত শতকোটি টাকার...