স্পেনের দ্বীপে নতুন প্রেমিকের সঙ্গে ৫১ বছর বয়সের ‘মেল সি’
আগস্ট ৬, ২০২৫, ০৩:২৭ পিএম
‘স্পোর্টি স্পাইস’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মেলানি চি হোম (মেল সি) সম্প্রতি প্রেমিক ক্রিস ডিংওয়ালের সঙ্গে ছুটি কাটাচ্ছেন স্পেনের জনপ্রিয় দ্বীপ ইবিজায়।
একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করে সাগরপথে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। সমুদ্রতীরে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি, যেখানে প্রকাশ্যে পরস্পরকে চুম্বন করতেও দেখা গেছে তাদের।
৫১ বছর বয়সেও মেল...