গভীর দুঃখে ডুবে থাকার গান নিয়ে এলো ‘নয়া মানুষ’
ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:৪০ পিএম
গভীর দু:খে ডুবে থাকার গান নিয়ে এলো চলচ্চিত্র ‘নয়া মানুষ’। বড় পর্দায় যারা চলচ্চিত্রটি দেখেছেন তারা গানটি শুনেছেন আগেই। তবে যারা বড় পর্দায় সিনেমাটি দেখেননি, তাদের জন্য এক এক করে চলচ্চিত্রটির গানগুলো মুক্তি দিচ্ছে জি সিরিজ। সে ধারাবাহিকতায় মুক্তি পেল চলচ্চিত্রটির গান ‘জীবন’।গানের ভিডিওতে দেখা যায়, মন খারাপে ডুবে আছেন...