সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:১৪ পিএম

৮ নায়িকা নিয়ে রোমাঞ্চকর সিরিজে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:১৪ পিএম

৮ নায়িকা নিয়ে রোমাঞ্চকর সিরিজে মোশাররফ করিম

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের পোস্টার। ছবি-সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে এক ভিন্নরকম চরিত্রে। নতুন সিরিজে তাকে দেখা যাবে ট্রাক ড্রাইভারের ভূমিকায়।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। এটি মূলত একটি কমেডি ঘরানার রোড অ্যাডভেঞ্চার সিরিজ। 

সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন বেশ কয়েকজন গুণী অভিনেত্রী। তাদের মধ্যে আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের। তাই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়া ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের আত্মবিশ্বাসী এক নারীর।

বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে । অন্যদিকে, মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করাছেন সিরিজটি।

এ বিষয়ে তিনি বলেন, বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।

রূপালী বাংলাদেশ

Link copied!