গুহা তৈরি করে বাস করছেন রঞ্জিত সাধু, খান না ভাত
জানুয়ারি ৩, ২০২৫, ১০:১২ পিএম
নাম তার রঞ্জিত সাধু। প্রায় ১০ ফুট মাটির নিচে গোলাকার কৃত্রিম গুহা তৈরি করে বাস করছেন । ২০২০ সাল থেকে এভাবেই বসবাস করছেন তিনি। পূজা অর্চনায় এরই মধ্যে তার কেটে গেছে চারটি বছর। নিঃসঙ্গ, নির্জনে থেকে মহাদেবের সাধনা পালন করতে চান আরও আট বছর।তার বাড়ি নীলফামারীর জলঢাকার দেওনাই নদীর তীরে।...