‘ড. ইউনূসকে সবাই সালাম দেয়, টাকা দেয় না’
মার্চ ৫, ২০২৫, ১০:৩০ এএম
বর্তমান সরকারি নেতৃত্বের অভিজ্ঞতা নেই, এবং তারা নিজেই অকপটে এ কথা স্বীকার করেছেন। আমি ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে অনেক লেখালিখি করেছি, কিন্তু কেউ সেটা ছাপাতে চায়নি। সবাইকে রিকোয়েস্ট করে ছাপিয়েছি, কিন্তু এখন দেখি কোথায়! যেখানে যায়, সালাম দেয়, কিন্তু টাকা আনতে পারে না। কোথা থেকে টাকা আনবে, সেটা তারা জানে...